চুনারুঘাট, হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলীর পত্নী সৈয়দা নাজনীন আহমদ সিলভী।
আজ মঙ্গলবার দুপুর ১২ তিনি এ বৃক্ষ রোপন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যানি নাজমুল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক সরকার, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন।
বৃক্ষ রোপন শেষে তিনি তাঁর লেখা শিশুতোষ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে উপজেলার কয়েকটি বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তিনি চান শিক্ষার্থীরা ইন্টারনেটের ক্ষতিকর দিক গুলো ছেড়ে বইয়ের দিকে আকৃষ্ট হউক। এর আগে তিনি চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্করের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে লেখা ৯টি বই তাঁর হাতে তুলে দেন।