চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে রোহান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোহান জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গত সোমবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, রোহান সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে চড়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন হতে উথলী স্টেশনে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী জানান, সে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় অসাবধানতা বশতঃ বেলগাছী রেলক্রসিংয়ের কাছে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রæত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোহান হোসেনকে ঢাকায় রের্ফাড করেন। ঢাকাতে নেওয়ার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহ নামকস্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেনেরহুদা গ্রামের মো. আবুল কালাম আজাদ জানান, রোহান হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেছে বলে শুনেছি। তবে, চলন্ত ট্রেন থেকে কিভাবে পড়ে গেছে সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে জানতে পারেননি।