নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ
ঢাকা-২ আসনের সাংসদ এডভোকেট কামরুল ইসলাম বলেছেন,বিএনপি জামায়াতের ও রাম-বাম ৫২ দল দেশে অরাজকতা সৃষ্টি করতে দেশের মানুষকে বিরুদ্ধে অবস্থান করেছে। তিনি বলেন,যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কোন দিনই সফল হয় না। তিনি আরো বলেন, যারা সাধারন মানুষ কাছে আসে না, জনগন দুঃখ দুর্দশা বুঝে না, জনগনের পাশে দাঁড়ায় না জনগন তাদের সাথে নেই।
কামরুল ইসলাম বলেন,আমরা গরীব অসহায় দুস্থ মানুষের তথা জনগনের জন্য কাজ করি। তাই বাংলার মানুষ আজ আমাদের সাথে আছে। আমরা সব সময় আপনাদের সাথে ছিলাম, আগামীতে ও সব সময় পাশে পাবেন। আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে জনগনের প্রতি আহবান তার।বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানাধিন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এ কথা বলেন।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আজম বারকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদসহ মডেল থানা আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।