নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৮ মে জমকালো আয়োজনে আছিয়া সি ফুডসের পরিচালক ইউশা জহিরের জন্মদিন উদযাপন করেন কোম্পানিটির জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারসহ শ্রমিক কর্মচারীরা। তাদের ভালোবাসায় সিক্ত হলেন ইউশা জহির।
তবে জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকাল্পনা বা বিশেষ আয়োজন ছিলো না আছিয়া সি ফুডসের পরিচালক ইউশা জহিরের। বরাবরের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ী, শুভাকাঙ্খী, শ্রমিক কর্মচারীদের শুভেচ্ছা বার্তায় ভালোবাসায় সিক্ত হন তিনি। ইউশা জহির বিষয়টি বেশ ভালোলাগা নিয়ে উপভোগ করেন।
জন্মদিনে কোম্পানি সেক্রেটারি মো: ইলিয়াস বলেন, আমাদের স্যার অত্যন্ত একজন ডায়নামিক ও ভিশনারি কোয়ালিটির ব্যক্তি। তার আমাদের ও কোম্পানির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার ট্যালেন্টেড চিন্তাধারার কারণে আজ কোম্পানির অবস্থান এই ট্রেড এর মধ্যে নিঃসন্দেহে প্রথম সারির তালিকায় রয়েছে। যে আমাদের সকল সুখ দুখে পাশে থাকে সেই ব্যক্তিটির জন্মদিন। আমাদের পরিকল্পনা ছিল বড় করে আয়োজন করার। স্যারের এই সময় ইউরোপ ও লন্ডন সফরের থাকার কথা ছিলো হটাৎ প্রোগ্রাম ক্যানসেল করায় আমরা ভাগ্যক্রমে ওই দিন পেয়েছি। শর্ট টাইমে আমরা স্যারকে অভিনন্দন জানাতে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি।
আমরা অত্যন্ত আনন্দিত স্যার আমাদের এই উপহার কবুল করেছেন এবং এই ঘটনায় তিনি আবেগপুলত হয়ে পড়েন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সর্বদা কোম্পানিও আমাদের পাশে থেকে লিড দেয়ার অঙ্গীকার করেন। বলা যায় খুলনার মাছ কোম্পানিগুলোতে মালিক শ্রমিকের এমন সৌহার্দ্যপূর্ণ ঘটনা একেবারেই বিরল। প্রায় দীর্ঘ দুই যুগেরও বেশি ধরে এই কোম্পানি নতুন জেনারেশনের লিডারশিপে কি তবে অচিরেই খুলনার সেরা একটি লিডিং কোম্পানি হতে চলেছে।
পরিশেষে ,আমাদের স্যার ইউশা জহির সুস্থ থাকুক, ভালো থাকুক- এই দোয়া রইল।