মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে মৌলভীবাজার বিআরটিএ এর উদ্যোগে ভ্যর্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টায়। “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে এ বছর ৫ম বারের মতো সারা দেশ ব্যাপি এ দিবসটি উদযাপন করা হয়। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রূমানা ইয়াসমিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় ভ্যর্চুয়াল আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি) মোঃ ডালিম উদ্দিন। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, মৌলভীবাজার সওজ, সড়ক বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, মৌলভীবাজার এলজিডি নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দীন সরদার, মৌলভীবাজার সরকারী কলেজের রসায়ন বিভাগের প্রধান মোঃ রফি উদ্দিন, মৌলভীবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, মৌলভীবাজার বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খাঁন, মৌলভীবাজার অটোরিক্য্রা ( সিএনজি)শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, নিরাপদ সড়ক চাই মৌলভীবাজার সভাপতি খিজির মোঃ জুলফিকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, , ট্রাফিক ইনস্পেক্টর ফায়ার সার্ভিস, সদর স্ট্রেশন অফিসার জিশু তালুকদার, মৌলভীবাজার কুলাউড়া, বড়লেখা বাস মালিক সমিতির সভাপতি এমদাদুল হক চৌধুরী প্রমুখ। সহযোগীতায় ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এসিজিএম আসমা-উল-হুসনা