জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ মাঠে শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারী দুপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্তসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসক ফারুক আহমেদ চৌধুরীর নিজ অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আন্জু মনোয়ারা হেনা, জামালপুর প্রেসক্লাবের সাবেক
সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহমান ডল, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেফালী বেগম, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।