জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা সংস্কৃতি সম্মেলনে কবি-শিল্পী, সুরকার, নাট্যকার ও চলচ্চিত্রকারকে সম্মাননা দিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম। সন্মেলন উদ্বোধন করেন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি। বিগত ৩০ বছরপূর্তি উপলক্ষে এ সংস্কৃতি সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদানের আয়োজন করে ফোরামটি।
এতে কবি মাহবুব বারী, কবি আলী জহির, অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফরুকী, সুরকার শামসুল হুদা, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, শিল্পী শহীদ কবীর পলাশ ও চলচ্চিত্র পরিচালক এসএ হক অলীককে সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের সাবেক সিনিয়র সচিব ও সিইও ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।