জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুলসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবাক আনোয়ার কাদির শ্যামল তালুকদার, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবু। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবুল, পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ মজি, যুবদলের যুগ্মআহবায়ক মিনহাজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক সুমন মাহবুব, মেলান্দহ উপজেলা ছত্রদলের আহবায়ক মনিরুজ্জামান শিবলু, সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ। এসময় বক্তারা বিএনপির সকল রাজ বন্দিদের মুক্তির দাবি জানিয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহŸান জানান। আলোচনা শেষে অসহায় শীতার্তদের মাঝে ৫০০ শত কম্বল বিতরণ করা হয়।