জামালপুর প্রতিনিধি
গতকাল মঙ্গলবার জামালপুরে বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তৃক আয়োজিত স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা “মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভ‚ষিত পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থা জামালপুরের সিনিয়র সহ-সভাপতি, নাছির উদ্দিন আহমেদ। এসময় পুলিশ সুপারগণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারি স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা শেষ করার লক্ষ্যে পরিচালকদের নির্দেশ প্রদান করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মির্জা জিল্লুর রহমান শিপন সহ ক্রীড়া সংস্থা’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।