জামালপুর প্রতিনিধি
মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থা পশ্চিম নয়াপাড়া জামালপুর এর বার্ষিক সাধারণ সভা ও প্রীতিভোজ বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ দেওয়ানপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক নুরুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মোহন তালুকদার।অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাজী মোখলেছুর রহমান। মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রঞ্জু বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যায়ের হিসাব তুলে বক্তব্য রাখেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জামালপুর জিলা স্কুলের (অবঃ) প্রধান শিক্ষক মোঃ আসাদুল্লাহ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এম, এ, মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক শওকত আলী, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক তারিকুল ফেরদৌস, বেলগাছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ,কে,এম মোস্তফা কামাল, জামালপুর বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ রশিদুল আলম, মেলবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সদস্য মাসুদুর রহমান মাসুদ, এ্যাডভোকেট নুরুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আক্তারুজ্জামান, রন্জু মোল্লা, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান, তাজুল ইসলাম, ওয়াকিল প্রমুখ। সভায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী জানুয়ারি ২০২৩ সালের ৩১ তারিখের মধ্যে যে সকল সদস্যদের বকেয়া আছে তা সমুদয় পরিশোধ করিতে হইবে অনথায় কমিটির পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তাহার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। এছাড়াও প্রতি মাসের ২০ তারিখের মধ্যে মাসিক চাঁদা পরিশোধ করিতে হইবে অনথায় জরিমানা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।