বরগুনা প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই – আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুথথানে আহত ও শহীদদের স্মরণে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন প্রদীপ চন্দ্র মন্ডল।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল নৌবাহিনীর অধিনায়ক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার জেলা জামাতের আমির মো. মহিবুল্রাহ হারুন। জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজিব, ছাত্র প্রতিনিধি মুহিত নিলয়,মীর নিলয় রেজাউল করিম। স্মৃতিচারণ করেন,মাহমুদ হাসান গুলিবিদ্ধ হান্নান।
স্মরণ সভা শেষে ছাত্র আন্দোলনে বরগুনা জেলায় নিহত ১০ টি পরিবারে ১০ হাজার টাকা করে ও আহত ৮৭ পরিবারকে ১ হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।