জুবায়ের আল মামুন, পিরোজপুর:
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুল হাকিম হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়। এ সময়ে জেলা এবং সকল উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৭ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলা পরিষদে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করে আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপীকে জয়যুক্ত করে জননেত্রী হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে সকাল ৯ টায় পিরোজপুর থেকে গাড়ি বহর নিয়ে পিরোজপুর জেলা আওয়ামীলীগের অংগ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী টঙ্গীপাড়ায় যান এবং কেন্দ্র থেকে আওয়ামীলীগের মনোনায়ন পেয়ে সালমা রহমান হ্যাপী ঢাকা থেকে টঙ্গী পাড়ায় এসে নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন।
এর পরে গাড়ির বহর নিয়ে পিরোজপুরে এসে বর্ধিত সভায় আওয়ামীলীগের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ এ কে এম এ আউয়াল এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার এর হাতে দলীয় মনোনয়ন এর কপি হস্তান্তর করেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেক, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র রফি উদ্দিন ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন আহমেদ,উপজেলা ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারবৃন্দ।