জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ১৬ লিটার চোলাই মদ সহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকাল ৯ টায় সদর উপজেলার বেলাআমলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, জয়পুরহাট শহরের নূরপট্টি রেলগেট এলাকার মৃত মদন হরিদাসের ছেলে কাঞ্চন হরিদাস (৩২) ।
র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম বেলাআমলা বাজারে অভিযান পরিচালনা করে ১টি বাইসাইকেল ও ১৬ লিটার চোলাই মদ সহ কাঞ্চন হরিদাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরূদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।