জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ২৩০ লিটার চোলাই মদ সহ ১ জন ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত রবিবার রাতে শহরের সুগার মিল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, শহরের রেল লাইন কলোনী এলাকার মৃত জয়লাল হরিজনের ছেলে দেবীলাল।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী বলেন, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৩০ লিটার চোলাই মদ সহকারে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।