জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সদর উপজেলার কড়ই (চকপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, সদর উপজেলার কড়ই (চকপাড়া) গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৫৫)। র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির দৈনিক আমাদের কণ্ঠকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, জয়পুরহাট আদালতের এ বছরের ওয়ারেন্টভ‚ক্ত আসামী আনোয়ারুল ইসলাম পালাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশনাল দল তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানায় হস্তান্তর করেছে।