জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে জয়পুরহাট জেলা কোচ কাউন্টার ও কোচে কর্মরত শ্রমিকবৃন্দের পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে একটি কোচ কাউন্টারের হল রুমে জেলা কোচ কাউন্টার ও কোচে কর্মরত সকল শ্রমিকবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধরী, কার্যকারি সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সড়ক সম্পাদক রাশেদ আহমেদ মিলন, শ্রমিক নেতা গোলাম মর্তুজা শিপলু, গ্রিরেন মহন্ত, সেলিম রেজা সহ আরোও অনেকে।