জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ২ দন্ত চিকিৎসা প্রতিষ্ঠানে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার সন্ধ্যা থেকে রাত ১১ পর্যন্ত জামালগঞ্জ ও শহরের পাঁচবিবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের অর্থ দন্ড করা হয়। র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিএমডিসি এ্যাক্ট ২০১০ এর ২৮ এবং ২৯ ধারা লঙ্ঘন করে ডেন্টাল ও চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে দুইটি প্রতিষ্ঠান বিদ্যুৎ দত্ত চিকিৎসালয়ে ৫ হাজার টাকা ও শতদল ডেন্টালে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম ও ডাঃ মোঃ জালাল হোসেন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ জালাল হোসেন।