মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মধ্যে খাদ্য বিতরন করেন ইউএনও মামুনুল করিম। মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে দীর্ঘদিন ধরে এই বিরল প্রজাতির কালোমুখ হনুমান বসবাস করে আসছে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম মহেশপুর উপজেলায় যোগদানের পর বিষয়টি তার দৃষ্টি গোচরে আসে ।
তিনি সোমবার সকাল ১০টায় ভবনগর গ্রামে স্থানীয় লোকজনের উপস্থিতিতে হনুমানদের মধ্যে খাদ্য বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বন বিভাগের মোবারক হোসেন সহ সুধী জন । উল্লেখ্য গত বছর এই হনুমানের খাদ্য সংকট নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রধান বন সংরক্ষন (সিসিএফ)আমির হোসেন চৌধুরীর পৃষ্টপোষকতায় ক্ষুধার্ত হনুমানের মধ্যে সরকারিভাবে খাদ্য বরাদ্ধের উদ্যোগ নেওয়া হয়ে ছিল।