শৈলকুপা, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। বৃষ্টি উপেক্ষা করে কালের ক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে ভীড় করে নানা বয়সের নারী- মানুষ। গ্রামীণ এ ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে কেউবা হেটে আবার কেউবা ভ্যানে বা মোটর সাইকেল যোগে সোমবার দুপুরের পর থেকে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের নাকোইল গ্রামে আসতে শুরু করেন। উদ্দেশ্যে গ্রামীন ঐতিহ্য লাঠিখেলা দেখা। সুর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়ার পরই শুরু হয় লাঠি খেলা। খেলা উপভোগ করতে বৃষ্টি উপেক্ষা করে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শকরা বৃষ্টিতে ভিজে খেলার মাঠ প্রাঙ্গনসহ বাড়ীর ছাদে ও আশপাশে সুবিধামত যায়গায় দাড়িয়ে ঐতিহ্যবাহী গ্রামবাংলার লাঠি খেলা উপভোগ করেন। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে যেন চারপাশে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশে। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী লাঠি খেলা বাঁচিয়ে রাখতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রতি বছরই এমন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার অনুরোধ জানিয়েছে এলাকাবাসী ্এছাড়াও দর্শক মালা রাণী জানান আমাদের খুবই ভালো লাগছে এবং আনান্দ পাচ্ছি কারণ এ খেলা অনেক দিন আমরা দেখিনা প্রতি বছর যেন এমন খেলা হয় । করোনা কালীন সময়ে মানুষকে একটু আনান্দ দেওয়া ও সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে এবং হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজক মশিউর রহমান। দুধসর ইউনিয়ন আওয়ামীলের সহ-সভাপতি বিএম শফি বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু। বিশেষ অতিথি ছিলেন দুধসর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, শৈলকুপা থানার এস আই শফিউল ইসলাম ও ভাইট ক্যাম্প ইনচার্জ এ এস আই সিদ্দীকুর রহমানসহ প্রমুখ। প্রধান আলোচক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নাটা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই লাঠিখেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ৮ টি লাঠিয়াল দল অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।