ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষকের মাঝে বিনামুল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে । গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে এ পেঁয়াজবীজ,রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ মৌসুমে সরকারের কৃষি প্রনোদনার অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস এ কর্মস‚চীর আয়োজন করে।বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার,ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম,ঝিনাইদহ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি স¤প্রসারন অফিসার ইমদাদুল হাসান প্রমুখ।কৃষি অফিসার জানায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্যই ঝিনাইদহ সদর উপজেলার ৪“শ কৃষকদের মধ্যে প্রতি কৃষককে ৪০ কেজি রাসায়নিক সার, ১ কেজি উন্নত মানের পেঁয়াজ বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।