মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ:
ঝিনাইদহে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে দুর্নীতি বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার (০৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ইয়েস গ্রুপের আয়োজনে এ র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় নাগরিকেরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন স্থান ঘুরে পলিটেকনিক ইন্সটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ ও সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন সর্বত্র দুর্নীতিকে না বলতে হবে। দুর্নীতিকে কখনো আশ্রয় দেওয়া যাবে। দুর্নীতি দেখলে সবাই মিলে প্রতিহত করতে হবে।