ঝিনাইদহ প্রতিনিধি :
মিথ্যা মানহানি মামলায় জামিন পেয়েছেন প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক আজাদ রহমান। গত সোমবার সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে এ জামিন পান তিনি । গত ৬ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় “মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়ে সাংসদের আপত্তি, ১৪ মাস বেতন বন্ধ শিক্ষকদের” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এর জেরে ৮ আগস্ট প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকসহ ৩ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ।জামিনের সময় আদালতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি, এম, রায়হান ,সাধারণ সম্পাদক, মাহামুদ হাসান টিপু সহ সিনিয়র সাংবাদিক বৃন্দু ।