স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
“ শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার (বঙ্গবন্ধু চত্ত¡র) হতে একটি মনোজ্ঞ র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কাউটস্ ভবনে গিয়ে শেষ হয়। স্কাউটস্ ভবন মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহঃ আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন ড. মোঃ রবিউল হোসেন, অধ্যাপক, বাংলা বিভাগ ও প্রভোস্ট, শেখ রাসেল হল, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রধান বক্তা হিসেবে উপস্থিাত ছিলেন মোঃ মহি উদ্দীন, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখা ও সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন শ্যামল কুমার রায়, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, মোঃ মনিরুজ্জামান, সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি, এছাড়াও আরো উপস্থিাত ছিলেন মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক, জেলা শাখা,মোঃ ইয়াকুব হোসেন,সভাপতি ,কোটচাঁদপুর উপজেলা, রেজাউল করিম, সাধারণ সম্পাদক, সদর উপজেলা শাখা, মাসুদ করিম, সাধারণ সম্পাদক, শৈলকুপা উপজেলা শাখা,শাহনাজ পারভীন সহ ৬টি উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। পৃথিবীর ১০০ টি দেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও বাংলাদেশে আনুষ্ঠাকিভাবে এ দিনটি উদযাপিত হয় না। এ দিনটিকে সরকারী ছুটি দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫% ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। ১ হাজার টাকা বাড়ী ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে করোনার এ দুঃসময়ে শিক্ষক-কর্মচারীরা চরম অর্থ সংকটে। তাই বিশ্ব শিক্ষক দিবসে আশা প্রকাশ করছি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দিয়েছেন ঠিক একইভাবে মুজিববর্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিবে। এটা শিক্ষক সমাজ প্রত্যাশা করে।