ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ প‚র্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু করা হয়। জেলা ক্রীড়া অফিসার জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মস‚চীর আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। এই প্রশিক্ষণে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন শিক্ষার্থী অংশ নিবে পারবে । পরে প‚র্বাঞ্চল সুইমিং ক্লাবের দুই সাতাঁরু বিকেএসপিতে ভর্তি সুযোগ হওয়ায় তাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।