ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ এর চাঞ্জল্যকর শাহীন হত্যাকান্ডের মূল আসামী গ্রেফতার এবং আলামত উদ্ধার করেছে থানা পুলিশ । ঘটনার বিবরনে পুলিশ জানায়,৫/৬/২০২১ তারিখ রাত্র আনুমানিক-১০.৪৫ টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদ মিস্ত্রী শাহিনুজ্জামান শাহিন(৩০) পিতা-মোঃ চাঁদ আলী, সাং-বালিয়াডাঙ্গা, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ’কে আসামী মোঃ জসিম উদ্দিন বাবু(৩৪), পিতা-মোঃ মোমিন উল্লাহ, মিজানুর রহমান বাবুল(৩৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, উভয় সাং-বালিয়াডাঙ্গা, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ শাহীনকে হত্যা করে তার নিকটে থাকা ৭ হাজার টাকা এবং শাহিন এর পরনে থাকা প্যান্ট-গেঞ্জি, ব্যবহৃত মোবাইল ফোন, টর্চ লাইট,বাচ্চার খাবার সুজি-চিনি এবং হত্যা কাজে ব্যবহৃত লাইলনের রশি ও ক্ষুর পার্শ্ববর্তী মাঠে ধান ক্ষেতে মাটির নিচে পুতে রাখে। ৮/৬/২০২১ তারিখ বালিয়াডাঙ্গা এলাকা হইতে আসামী মিজানুর রহমান বাবুল(৩৮)’কে গ্রেফতার করার পরপরই আসামী মোঃ জসিম উদ্দিন বাবু (৩৪) পলাতক হয়ে যায়। মৃত শাহীন এর সাথে চলাফেরাকারী কতিপয় সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে সন্দেহভাজনদের ঘটনার পূর্ববর্তী চালচলন ও মোবাইল কল লিস্ট এর মাধ্যমে র্ঘটনার দুই দিন পর প্রথমে হত্যাকারী মিজানুর রহমান বাবুল পরে গোপন সংবাদের ভিত্তিতে ১৩/৬/২০২১ তারিখ ঠাকুরগাঁও জেলার রুইয়া থানা এলাকা হতে হত্যাকারী জসীমউদ্দীন বাবুকে গ্রেফতার করা হয় এবং বাবুর স্বীকারোক্তি মোতাবেক কালীগঞ্জ থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামে স্বপনের ধান ক্ষেতের মধ্যে মাটির নিচে পুতে রাখা নিহত শাহিন এর পরনের প্যান্ট, ব্যবহৃত মোবাইল ফোন, টর্চ লাইট, বাচ্চার জন্য কেনা সুজি-চিনি এবং হত্যা কাজে ব্যবহৃত নাইলনের রশি ও ধারালো ক্ষুর আসামী নিজ হাতে বের করে দিলে উপস্থিত গ্রাম বাসীর সম্মুখে তাহা জব্দ করা হয়। হত্যাকারী জসীমউদ্দীন বাবু উপস্থিত সকলের সামনে হত্যার কথা স্বীকার করে ।