ঝিনাইদহ প্রতিনিধি
সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ”স্মারকবৃক্ষ” রোপণ কর্মসৃচি পালিত হয়েছে । গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার তাসলিমা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার এম,কে মাধ্যমিক বিদ্যালয়ে বকুল ফুলের চারা রোপনের মধ্যে দিয়ে এ কর্মসৃচি শুরু হয়েছে । জেলা শিক্ষা অফিসার জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ জেলায় স্কুল ২৯১ টি,মাদ্রাসা ১১১টি এবং কলেজ ৫৮টিতে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ মোতাবেক সরকারি কে,সি কলেজ, বিষয়খালী স্কুল এন্ড কলেজ মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নূরনগর আলিম মাদ্রাসা,শেখপাড়া রাহাতন নেছা স্কুল এন্ড কলেজ ,কাঁচের কোল মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর সরকারি পাইলট বিদ্যালয়সহ ঝিনাইদহ জেলার সমস্ত বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছ্ ে।