ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসং¯হান সহায়তা প্রকল্প(ইরেসপো)-২য় পর্যায় ১০০ কিশোরীকে সচেতনতামুলক প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১টায় ঝিনাইদহ সদর উপজেলার এম,কে মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)। এম,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জোবাইদা আফরোজ, মেডিকেল অফিসার,ঝিনাইদহ সদর হাসপাতাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজার রহমান,সিনিয়র শিক্ষক নীল রতন রায়,টিপু সুলতান সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান,সাবেক ছাত্র নেতা মোঃ জাহাঙ্গীর আলম শোলক,অভিভাবক মোঃ জিয়াউর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী দেবনাথ,বিআরডিবির মাঠ সংগঠক রহিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অথিতি বৃন্দ জানান বিদ্যালয়ে কিশোরী ক্লাবের উদেশ্য হলো কিশোরীদের সঞ্চয়ী মনোভাব গড়ে উঠানোসহ বাল্য বিবাহ রোধ,নারী নির্যাতন,নেতৃত্ব বিকাশ এবং ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ১০০ কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা কলম ও স্বা¯হ্য সুরক্ষায় সেনেটারী প্যাড বিতরণ করা হয়েছে।