ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৬৬ জন সদস্যদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে আর্থিক সাহায্য ও ঋণের চেক বিতরণ হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ঝিনাইদহ জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক , ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন বৃন্দ। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৬৬ জন সদস্যদের মধ্যে ৩,৯৬,০০০/- টাকার চেক বিতরণ করা হয়েছে।