মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার পানামি ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুলের জন্য ৭৫ বছর বয়সেও সকল ধরণের ভাতা থেকে বঞ্চিত হয়েছেন পানামি গ্রামের মোঃ আব্দুল আজিজ শেখ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। সকল কাগজপত্র ঠিক থাকলেও শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্যের জন্য থেমে আছে তাঁর ভাতার সকল কার্যক্রম।
জানা যায়, ১৯৪৯ সালের ২০ মে ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল আজিজ শেখ। পিতা মৃত তাছির শেখ ও মাতা ফুলি বেগম দম্পতির সন্তান তিনি। মোঃ-আব্দুল আজিজ শেখ জানান, আমি লেখাপড়া তেমন একটা জানিনা। তবে জাতীয় পরিচয়পত্র করার সময় ভুল তথ্য দিয়েছিল সংশ্লিষ্টরা। এজন্য আমি মুক্তিযোদ্ধা ও বয়স্ক ভাতা থেকে দীর্ঘদিন বঞ্চিত হচ্ছি। নির্বাচন অফিসে অনেক বার গিয়েছি তবুও আমার পরিচয়পত্র তারা সংশোধন করে দেয়নি। আর আমার পরিচয়পত্র সংশোধন করে না দেওয়ায় আমি সকল ধরণের সরকারি সুযোগ-সুবিধা থেকে হচ্ছি বঞ্চিত।
এ ব্যাপারে ঝিননাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ওই ব্যক্তি আমাদের কাছে যথা নিয়মে আবেদন করলে তার পরিচয়পত্র সংশোধন করে দেওয়া হবে।তিনি আরো বলেন যেহেতু তিনি বয়স্ক মানুষ আমরা তাঁর ব্যাপারে আন্তরিক। তিনি যত দ্রুথ আবেদন করবেন আমরা দ্রুততার সাথে কাজটা করে দেওয়া হবে।