সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউপি সংরক্ষিত মহিলা সদস্য হেনা বেগম এর ভয়ে তার স্বামী,স্ত্রী ও বৃদ্ধা শাশুড়ি পালিয়ে বেরাচ্ছেন। গত বুধবার দিনভর কয়েক দফা হামলার পর রাতে হেনা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বামী, শাশুড়ি ও ননদকে বাড়ি হতে বের করে দেয়। তারা এখোন বিভিন্নস্থানে আতœগোপন করে দিন কাটাচ্ছে। হেনা বেগমের সন্ত্রাসী বাহিনীর ভয়ে বাড়ি ফিরতে পারছেনা। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার বিকালে গিয়ে দেখা যায় হেনা বেগমের শাশুড়ি লাল মতি (৮০) এবং ননদ হেনা আক্তার (৩০) এর ঘর তালাবদ্ধ রয়েছে। ওই বাড়িতে কেউ নেই। নাম প্রকাশ না করার শর্তে হেনা বেগমের প্রতিবেশীরা জানায়, হেনা বেগম তার ননদ হেনা আক্তারের বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ দিয়ে অশালিন কথা বার্তা দির্ঘদিন যাবৎ এলাকায় প্রচার করে আসছে। এনিয়ে হেনা বেগমের স্বামী মোতালেব ও তার শাশুড়ি লালমতি প্রতিবাদ করায় বুধবার হেনা বেগম সন্ত্রাসী বাহিনী নিয়ে দফায় দফায় তার স্বামী মোতালেব, শাশুড়ি লালমতি এবং ননদ হেনা আক্তারকে মারধর করে তাদের ঘর বাড়ি ও আসবাব পত্র ভাংচুর চালায়। এনিয়ে ননদ হেনা আক্তার টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে সে আরো ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বুধবার রাতে তার স্বামী , শাশুড়ি ও ননদকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হেনা বেগমের স্বামী মোতালেব জানান. আমার স্ত্রী হেনা আমার বৃদ্ধ মাকে চুলে ধরে মারধর করলে আমি প্রতিবাদ করি। এ সময় আমার স্ত্রী হেনা আমার ওপরও ক্ষিপ্ত হয়ে আমাকে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তেড়ে মারতে আসে এবং কিল ঘুসি মারে। এ ব্যপারে ভিকটিম হেনা আক্তার জানান, আমার ভাবি আমাদের মেরে বাড়ি হতে বের করে দিয়ে আমার ও আমার মায়ের ঘর ভাংচুর করে। আমাদের ঘরে থাকা আসবাব পত্র ভেঙ্গে ফেলে এবং আমার ঘরে থাকা দুই ভরি স্বর্ণালংঙ্কার টাকাসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে যায়। আমার মা তার সন্ত্রাসী বাহিনীর মারধরে গুরুতর আহত হয়ে পরেছে সে এখোন দাড়াতে পারেনা আমি তাকে আমার এক আতœীয় বাসায় রেখে এসেছি। আমার ভাই তার স্বামী সেও বাড়িছাড়া। এখোন হেনা বেগম ও তার সন্ত্রাসী বাহিনী মানুষের কাছে বলে বেরাচ্ছে রামদা ধার করে রাখছে আমরা বাড়িতে গেলে আমাদের জবাই করবো। তার ভয়ে আমরা বাড়িতে যেতে পারছিনা। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য হেনা বেগম জানান, আমার ননদের ছেলে ও তার বন্ধুরা আমাদের বাড়িতে এসে প্রায়ই মাদক সেবন করে। এনিয়ে আমি আমার স্বামীকে বারন করতে বললে আমার স্বামী কোন পদক্ষেপ নেয়নাই। আমি মাদক সেবন করতে বাধা দিলে তারা ক্ষিপ্ত বুধবার সকালে আমার উপর হামলা চালায় এবং আমাকে মারধর করে। এ ব্যপারে আমি থানায় অভিযোগ করেছি পুলিশ কোন পদক্ষেপ নেয়নাই। এ ব্যপারে টঙ্গিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় দু-পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। উভয় পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।