টঙ্গী, গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে টঙ্গীর মাজারবস্তি এলাকার গণস্বাস্থ্য হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুরের শ্রীবর্দীর ফতেপুর গ্রামের মিজানের ছেলে মো. মিলন (২০), গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার দিলীপ দাসের ছেলে সঞ্জিত দাস (২৪) ও একই এলাকার লেদু মোল্লা রোডের দিঘীরপাড়ের আফতাবের ছেলে মো. রশিদ (৩২)।
টঙ্গী পশ্চিম থানার এসআই এস.এম মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, টঙ্গী বাজার মাজার বস্তি সংলগ্ন গণস্বাস্থ্য হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।