ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী , অসময়ে যাত্রী পরিবহন করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। যাত্রীর দেয়া কোন খাবার খাবেন না, বিশেষ করে তরুণ যাত্রীদের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। যাত্রী পরিবহনের সময়ে তাদের ছবি তুলে রাখতে হবে।তিনি বলেন, আপনার অসতর্কতায় পথিমধ্যে আপনাকে হত্যা করে গাড়ী ছিনতাই করেও নিয়ে যেতে পারে, তখন আপনার গাড়ীও যাবে জীবনও যাবে।তাই যাত্রী পরিবহনের পূর্বে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে ,কারণ অপরাধীরা পুলিশের চেয়েও আরো বেশী সতর্ক । আজ শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে থানা মিলনায়তনে ইজি বাইক, অটো রিক্সা এবং সি এনজি ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন এসব কথা বলেন। এসময় তিনি যানজট নিরসনে চালকদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন ও প্রতিটি গাড়ীর বিশেষ ছোট্টাংশে প্লেট আকাঁরে মালিকের নাম ও মোবাইল নাম্বার সংযুক্তির পরামর্শ প্রদান করেন।এস আই রুবেল খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এস আই জ্যোতিষ চন্দ্র দেব,সাপ্তাহিক ফুলখড়ি’র সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নুরুল ইসলাম খান,কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শ্রমীক ইউনিয়নের সভাপতি মনীর উদ্দিন(মনীর)প্রমূখ। এসময় উপস্থিত ইজি বাইক, অটো রিক্সাএবং সি এনজি মালিক ও চালকেরা থানার উদ্যোগে ছিনতাই প্রতিরোধে ব্যতিক্রমী আয়োজন ও দিক নির্দেশনা প্রদান করায় নবাগত ওসি কে ধন্যবাদ জানান।