টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নদী ভাঙন কবলিত এলাকার অতি দরিদ্র ও দুঃস্থ ৩৩২টি পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গত রোববার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এ চেক বিতরণ করা হয়। ভূঞাপুরে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাটি যমুনা নদীর চরাঞ্চল বিধৌত। এ চরাঞ্চলে বর্ষা মৌসুমে প্রতি বছর অসংখ্য ঘরবাড়ি-বসতভিটা, ফসলি জমি, মসজিদ-মন্দির ও রাস্তা-ঘাটসহ নানা স্থাপনা ভাঙনের মুখে পড়ে। এতে করে দিশেহারা হয়ে পড়েন নদী তীরবর্তী এলাকার মানুষজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় কার্যক্রম বাস্তবায়ন নিমিত্তে ও মানবিক সহায়তার আওতায় উপজেলার ভাঙন কবলিত নিকরাইল, গাবসারা, র্অর্জুনা ও গোবিন্দাসীর ক্ষতিগ্রস্থ ৩৩২ পরিবারের মধ্যে এই চেক বিতরণ করা হয়।