অনলাইন ডেস্ক:
টানা ছয় দিন করোনায় মৃত্যুশূণ্য দিন দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ৪২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন। আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১২৩ জন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৭ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন।
নতুন করে করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২৫৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ২৪৪টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯২ লাখ চার হাজার ২৭৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৮৩ হাজার ৯০৩টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ছয় শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।