আল- আমিন, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ):
লঞ্চ,ট্রেন ও গণপরিবহনে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লোটে নেওয়ার অহরহ ঘটনা শুনা গেলেও এবার ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিন্ন কৌশলে টিউবওয়েলে ঔষধ মিশিয়ে রেখে রাতের আঁধারে টাকা পয়সা ও মোটরসাইকেলসহ অন্যান্য জিনিস পত্র লুটে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। জানাযায়, শনিবার (৪ জুন) রাতে রাঙামাটিয়া ইউনিয়নের দর্গাচালা গ্রামের জালাল উদ্দিনের বাড়ীতে টিউবওয়েল এর পানি ও খাবারের সাথে অচেতনের ওষুধ মিশিয়ে জামাই শশুড়ের দুটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে নিয়ে গেছে। চেতনাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে ঐ বাড়ীর জালাল উদ্দিন (৫০), হারুন অর রশিদ (৪০), মিলন (১৮), শফিকুল (২২), জয়নাল ও জামাই রুবেল মিয়া (২১) অসুস্থ হয়ে পড়ে। জালাল উদ্দিন জানান, অজ্ঞান করতে বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করে দুষ্কৃতকারীরা।
রাতে রান্না করা মুরগির মাংসের তরকারি খেয়ে আমরা অচেতন হয়ে পড়ি। এ সুযোগে দুস্কৃতকারীরা আমার ও জামাইয়ের ডিসকভার ১২৫ সিসি দুটি মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় জালাল উদ্দিন ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে রবিবার (৫ জুন) দুপুরে ঘটনাস্থল পরির্দশন করে এস আই আঃ রহিম। কলিম উদ্দিন জানান, হাতিলেইট বাজারের নিকবর্তী স্থান থেকে সম্প্রতি দুটি বাড়ী থেকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে নগদ টাকাসহ মামালাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এর আগেও ১০/১২ টি বাড়ী থেকে একই কায়দায় মালামাল লুটের ঘটনা ঘটেছে। মো.রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা বলেন,আমি এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি। আমার গ্রাম পুলিশ দিয়ে খোঁজ খবর নিচ্ছি, ওসি কে বিষয়টি জানিয়েছি এবং সামনে আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এ বিষয়ে কথা বলবো। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এটি নাকি কয়েকদিন আগের ঘটনা। আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।