ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিজিবি সদস্যদের উপস্থিতিতে একটি বিলুপ্ত প্রায় নীলগাই জবাই করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধম্যে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নীলগাইটিকে জবাই করার সময় ঘটনাস্থলে দুইজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। এ নিয়ে জেলাজুড়ে তুমুল নিন্দা জানাচ্ছে সাধারণ মানুষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মগড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম বলন, ‘গ্রামবাসী ও বিজিবি মিলেই একটি নীলগাই উদ্ধার করেছিলো। পরে গ্রামবাসী সেটিকে জবাই করে। গ্রামবাসীরা বলেছে, বিজিবি সদস্যদের অনুমতিতে তারা প্রাণীটিকে জবাই করেছে।’ রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নাঈম কবির স্টিভ বলেন, ‘নীলগাই জবাই করা ঠিক হয়নি। বিজিবি সদস্যের উপস্থিত থাকার বিষয়টি আমি শুনেছি। ঘটনা তদন্ত করা হবে।
এক্ষেত্রে বিজিবি সদস্যারা ভুল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিজিবির ঊর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। ঠাকুরগাঁও পঞ্চাশ ব্যাটেলিয়ন বিজিবির উপ-অধিনায়ক মেজর মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি শুনেছি ধর্মগড় সীমান্ত দিয়ে একটি নীলগাই প্রবেশ করেছে। আটক নীলগাইটি জবাই করার সময় বিজিবি সদস্য উপস্থিত থাকার বিষয়টিরও অভিযোগ পেয়েছি। তবে বিজিবি সদস্যরা জবাই করার অনুমতি দেওয়ার কথা না। বিষয়টি তদন্ত করা হবে।’