অনলাইন ডেস্ক: বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। বিদায়ের পর্বও শেষ। এরপরও এই সুপারস্টারকে ধরে রাখার প্রাণান্তকার চেষ্টা চালিয়েছে বার্সেলোনা। কিন্তু যাদের গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না মেসি। বরং পিএসজিতে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হলো।
অবশেষে নতুন ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি হয়ে গেল লিওনেল মেসির। প্যারিসের দলটির সঙ্গে তিন বছরের চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। এরমধ্যে দিয়ে বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলার সমাপ্তি ঘটলো এই ফুটবল তারকার।
ফ্রেঞ্চ পত্রিকা লে’কিপ নিশ্চিত করেছে, পিএসজির সঙ্গে চুক্তি করেছেন মেসি। অল্প সময়ের মধ্যেই তার প্যারিস পৌঁছে যাওয়ার কথা। আরএমসি ওয়ানের সাবেক প্রধান মোহামেদ বোহাফসি এক টুইটে জানিয়েছেন, ‘লিওনেল মেসি এখন প্যারিসিয়ান। দুই বছরের জন্য চুক্তি হয়েছে। চাইলে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। মেসির দল বদল নিয়ে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন।’
রোববার কাম্প নউয়ে অশ্রু সিক্ত চোখে প্রিয় বার্সেলোনাকে বিদায় জানান মেসি। বার্সেলোনার জার্সিতে ২১ বছরের পথচলায় রেকর্ড ৩৫টি শিরোপা জয় করেছেন তিনি। বার্সেলোনার হয়ে ৬৮২ গোল করে ক্লাবটির ইতিহাসে রেকর্ড গোলদাতা এবং লা লিগার সর্বোচ্চ গোলদাতাও মেসি। আরও অনেক রেকর্ডের মালিক মেসির ইন্সটাগ্রামে অনুসারী প্রায় সাড়ে ২৪ কোটি।