সুমন ভট্টাচার্য:
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর আয়োজনে ডাঃ শুভ মেমোরিয়াল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প জানা গেছে, ৬ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
ময়মনসিংহ চরাঞ্চলের সিরতা ইউনিয়নে শেখ হাসিনার প্রদত্ত উপহার নির্মিয়মান ডাঃ শুভ মেমোরিয়াল হাসপাতালে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
১১ জুন(শরিবার) সকাল ৯ টায় এই ফ্রি চিকিৎসা সেবার ক্যাম্প উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি বেগম নুরুন্নাহার। এ বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিএমএর সভাপতি ডাক্তার মতিউর রহমান, ৫ নং সিরতা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ।
ডায়বেটিস, অর্থপেডিক্স, মেডিসিন, নাক কান গলাসহ সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎকের সমন্বয়ে দিনভর চলছে এ মেডিকেল ক্যাম্প। ডাক্তারের পরামর্শিত ঔষধ দেয়া হয় বিনামূল্যে। চরাঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সেবাকে এগিয়ে নিতে ফ্রি ক্যাম্পেইনকে সাদরে স্বাগত জানিয়েছে চরাঞ্চলবাসী।