নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা কামিল (মাস্টার্স) মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের চর্চার মাধ্যমে তোমরাই হবে আগামী দিনের আলোকবর্তিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও মাদ্রাসার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুজ্জামান এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানান এবং কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।