নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মাদক প্রতিরোধ কল্যান সোসাইটির সংগ্রামী সভাপতি ও ডেমরা প্রেসক্লাব সোসাইটির সভাপতি মো: সেলিম নিজামী ও ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. মোরশেদের নেতৃত্বে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদারের সাথে সাংবাদিকদের নিরাপত্তা ও ডেমরা কিশোর গ্যাংয়ের ব্যাপরোয়া দাপট, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে মত বিনিময়কালে ডিসি ওয়ারী বলেন, আমি দায়িত্বে থাকা কালীন যে কোনো বিষয়ে জিরো টলারেন্স, সে অপরাধী যে কোনো দলেরই হোক না কেন। তিনি আরো বলেন, আমি গনমাধ্যম ব্যক্তিত্ব একজন মানুষ, সকল অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, ডেমরা নয়- আমার দায়িত্ব প্রাপ্ত এলাকায় যেকোন স্থানে যেকোন সময় যে কেউ সাংবাদিকদের উপর হামলা-হুমকি বা তথ্য প্রদানে বাধা দিলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা কালীন উপস্থিত সাংবাদিকদের সামনে রেখে তাদের নিরাপত্তা প্রদানে এডিসি, এসি ও ওসি ডেমরা সহ সংশ্লিষ্ট সকলকে মুঠোফোনে নির্দেশ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কল্যান সোসাইটির সা. সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, সহসভাপতি এম এস সাইদ ও জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহ সম্পাদক খালেদ মাসুদ, বি.এম.এস.এফ ডেমরা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইমতিয়াজ কবির, হানিফ মিয়া, নবজাগরনের প্রকাশক ও সম্পাদক মো: আবু তাহের পাটোয়ারী সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।