নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ডেমরা থানার সাংগঠনিক টিম-৮ এর অন্তর্ভুক্ত ৬৬,৬৭,৬৮ ৬৯ ও ৭০ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভাঙ্গা প্রেসের নবী টাওয়ারে এ হাজারো ও নেতাকর্মীর উপস্থিতিতে এ ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহŸায়ক সাবেক কমিশনার হারুনুর রশিদের সভাপতিত্বে এসময় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহŸায়ক আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হতে ছিলেন,দক্ষিণ বিএনপির সদস্য সচিব সাবেক সফল ছাত্র যুবনেতা রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণের জনতার মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন,ডেমরা যাত্রাবাড়ী থানা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব নবিউল্লাহ নবী, মহানগর যুগ্ন -আহŸায়ক আ ন ম সাইফুল ইসলাম , আরিফুর রহমান নাদিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন, আকবর হোসেন ভুইঁয়া নান্টু, জুম্মন মিয়া,আব্দুল হাই পল্লব ও এডভোকেট মহিউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহŸায়ক আব্দুস সালাম বলেন, একটি নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং এ দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।বর্তমানে সরকারের মন্ত্রী, এমপি ও মেয়ররা মানুষের কণ্ঠরোধ করার জন্য এমন পথ বেছে নিয়েছে। তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন হাতের নাগালের বাহিরে।দেশে রিজার্ভের সংকটে যেকোন সময় সরকার দেউলিয়া হয়ে যাবে। দেশকে শ্রীলঙ্কার দিকে ধাবিত করছে সরকার।মানুষ এখন পরিবর্তন চায় অতএব পরিবর্তনটা ও হবে তাদের জন্য ভয়াবহ। সময় ঘনিয়ে এসেছে এসব প্রতিক‚লতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার।এসময় তিনি দেশের ক্লান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারী সরকারকে রুখে দেয়ার জন্য জোরালো ভ‚মিকা রাখার উদাত্ত আহŸান জানান।