স্টাফ রিপোর্টার:
রাজধানীর ডেমরা থানাধীন ডগাইড় মৌজার কয়েকটি দাগের জমি প্রতারক চক্র সত্যবান চন্দ্র মন্ডল নামে একজনকে ভুয়া দাতা সাজিয়ে জমি রেজিষ্ট্রি করে জাল দলিল সৃজন করায় বিপাকে পড়েছে প্রকৃত মালিকগন।সৃজিত ভুয়া দলিলে জারিকৃত নামজারি খতিয়ান বাতিল করেছেন এসিল্যান্ড।পুনরায় নামজারী করাতে ভুমি অফিসে দৌড়ঝাপ করছেন ভুমিদস্যু বাবরুল গং।এই জমিতে ভুমিদস্যু বাবরুল গং পেশী শক্তি প্রদর্শন করে অবৈধভাবে দখলের পায়তারা করায় প্রকৃত মারিকদের পক্ষে ডেমরা থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। ডেমরা খানার জিডি নং তাং…।ভুয়া দলিল সৃজিত হওয়ায় দখলদারদের জমিতে প্রবেশ রোধে নির্বাহী হাকিমের আদালত ১৪৫ ধারা জারী করেছে।বিজ্ঞ যুগ্ম-জেলাজজ ৪র্থ আদালতে জমির প্রকৃত মালিক খন্দকার আবু দাউদ গংদের পক্ষে আমমোক্তার নামার বলে শহীদ খান বাদী হয়ে আইন ও ইকুইটি মতে হকদার ও অধিকারী বিবেচিত হন সেরুপ ডিক্রি চেয়ে বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছেন।বিজ্ঞ যুগ্ম-জেলাজজ ৪র্থ আদালতের দেওয়ানী মোকদ্দমা নং ৩৪২/২০২১ইং।
ঘটনার বিবরনে জানাগেছে জেলা-ঢাকা, থানা ও সাব-রেজিস্ট্রি অফিস ডেমরা অধীন ঢাকা কালেক্টরীর তৌজিভুক্ত জেএল নং সিএস-৩৩০, এসএ ১৬৪ আরএস ২৭, সিটি জরিপে ৩২ নং মৌজা ডগাইড় স্থিত সিএস ২০১ এসএ ২৭০ আরএস ৩৮৮, সিটি জরিপে ১/১ নং সিটি জরিপে নামজারী থতিয়ান নং-১৫৭৪৯,জোত নং ৮৬/৮২ যাহার সিএস ও এসএ দাগ নং-১৪৫৮, আরএস-২৫৫৪, সিটি জরিপে-৭১৪২,৭১৪৩,৭১৪৪ দাগে ৪৩ শতাংশ হইতে ৩১৫০ অযুতাংশ তন্মধ্যে ২১৫০ অযুতাংশ তৎকাতে ১৯৯৬ অযুতাংশ হতে ভিটি ভুমি যাহার চৌহদ্দি উত্তরে ৭১৪১ নং দাগ দক্ষিনে চলাচলের রাস্তা, পুর্বে চলাচলের রাস্তা, পশ্চিমে ৭১৪৬ নং দাগ এর তপছিলভুক্ত সম্পত্তি সাবকবলামূলে খরিদাসূত্রে প্রকৃত মালিক যথাক্রমে (১) খন্দকার আবু দাউদ পিতা খন্দকার আব্দুল মান্নান (২) মোঃ ইকবাল হোসেন পিতা-আলহাজ্ব আব্দুর রশীদ (৩) সালেহা বেগম পতি-মৃত আব্দুল ওয়াদুদ পাটোয়ারী (৪)তাসমিয়া আক্তার (৫) সুমাইয়া আক্তার উভয় পিতা-মৃত আব্দুল ওয়াদুদ পাটোয়ারী গংদের সকল মালিকদের পক্ষে নিযুক্ত আমমোক্তার মো শহীদ খান পিতা-মৃত হানিফ খান, সাং-মাতুয়াইল, থানা-যাত্রাবাড়ি, জিলা ঢাকা।
উপরোলিখত তপসিল ভুক্ত জমির প্রকৃত মালিকদের সম্পত্তি অবৈধভাবে চাতুরতার আশ্রয় নিয়ে প্রতারনামুলক ভাবে নিম্নলিখিত ব্যাক্তিরা যথাক্রমে (১) আমিনুল হক পিতা- কায়েক মোল্রা (২)মনিরুন নাহার স্বামী-আমিনুল হক (৩) হাফিজুন নাহার স্বামী-জহিরুল হক (৪) বাবরুল আমিন (৫)সাইদ ওরফে কাউসার উভয় পিতা-মৃত রুহুল আমীন মোল্লা (৬) রফিকুল ইসলাম স্বপন পিতা-নুরুল আমীন সর্বসাং-ডগাইড়, জিলানী রোড, থানা-ডেমড়া, জিলা-ঢাকা গন দলিল নং-২৪০০ পৃঃ ৬৫-৭৫ সাং-১৯৮০ ইং মূলে মোহাম্মদপুর হতে সত্যবান চন্দ্র মন্ডল পিতা-মুলুক চাঁন নামক জনৈক হিন্দু স¤প্রদায়ের একজন ব্যাক্তিকে বাংলা ১৩৮৭ সালের ৫ বৈশাখ ইং সালের ১৮/৪/১৯৮০ সালে দাতা বানিয়ে প্রতারনামুলক ভাবে একটি সাব কবলা দলিল সম্পাদনা করেন। সরেজমিনে ডগাইড় মৌজা এলাকায় খোজনিয়ে জানাগেছে সত্যবান চন্দ্র মন্ডল পিতা-মুলুক চাঁন নামে কোন ব্যাক্তির অস্তিত্ব ঐ এলাকায় নাই।২০২১ সালের প্রথমদিকে উপরোলিখত সম্পত্তির নামজারী সঠিক কাগজপত্র না থাকায় এবং সৃজিত দলিলের ত্রæটি ধরা পড়ায় সেই সময়ে সহকারী কমিশনার(ভুমি) ডেমরা সার্কেল বাতিল করে ওয়াদুদ পাটোয়ারী গংদের নামে নামজারী খতিয়ানভুক্ত করান।
এবং সেই জমিতে প্রকৃত মালিক ওয়াদুদ পাটোয়ারী গং একচ্ছত্র দখলে আছেন।পেশীশক্তি এবং মিথ্যা মামলায় ফাসিয়ে বিবাদীরা জমিটিতে দখলদারিত্ব কায়েম করার চেষ্টা চালায।সেই ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট ২০২১ সালে ওয়াদুদ পাটোয়ারীগংদের নিযুক্তীয় আমমোক্তার শহীদ খানের নামে মিথ্যা মামলা দায়ের করে জেলহাজতে পাঠিয়ে সুযোগ সন্ধানী বাবরুল গং নামজারী কর্তন করে নিজেদের অনুকুলে নেওয়ার চেষ্টা চালায়।জামিনে এসে শহীদ খান গং বিষয়টি টের পেয়ে ডেমরা সার্কেল এর সহকারী কমিশনার(ভূমি) বরাবর আপত্তি জানালে বিষয়টি স্থিত অবস্থায় আছে। এ বিষয়ে প্রকৃত জমির মালিকপক্ষ প্রধান মন্ত্রী, প্রধান বিচারপতি, আইনপ্রয়োগকারী সংস্থার সদয় হস্তক্ষেপ কামনা করেন।