অনলাইন ডেস্ক: বাংলাদেশকে ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছে চীন। এরই অংশ হিসেবে ১৭ লাখ ডোজ টিকা বেইজিং থেকে বিমানের একটি উড়োজাহাজে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। টিকাগুলো বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার ভোরে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তাঁর ফেসবুক পোস্টে এই তথ্য জানান। হুয়ালং ইয়ান বলেন, সিনোফার্মের ১.৭ মিলিয়ন ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে আজ ভোর ৫টায় ঢাকার উদ্দেশে রওনা করেছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে আসছে।
এদিকে, মঙ্গলবার চীনা দূতাবাসের ডেপুটি চিফ তার ভেরিফায়েড ফেসবুকেও এক পোস্টে সিনোফার্ম থেকে ১৭ লাখ ডোজ টিকা আসার তথ্য জানিয়েছেন। টিকা আসার পাশাপাশি হুয়ালং ফেসবুকে জানান, চীন খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদন করবে।