সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে মটর সাইকেল বাঁচাতে উল্টে গেল ঢাকা সিলেট রোডের সিলেটগামী আল মোবারকা নামে যাত্রীবাহী বাস। এতে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১০ঃ২০মিনিটে আশুগঞ্জ বগইর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম স্থানীয়দের বরাদ দিয়ে আমাদের কণ্ঠকে জানান, ঢাকা সিলেট এশিয়ান হাইওয়ে রোডে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা যাত্রীবাহী বাস একই পথে যাওয়া মাটরবাইককে রক্ষা করতে গিয়ে বাসটি দুর্ঘটনায় পতিত হয়।
বৃষ্টি হওয়ার কারণে মটরবাইকটি স্লিপ কেটে রাস্তায় পড়ে গেলে যাত্রীবাহী বাসটি মটরবাইকটিকে রক্ষা করতে গিয়ে হাইড্রোলিক ব্রেক ধরলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে রাস্তায় পড়ে চিত হয়ে পড়ে যায়। এত চালক সামান্য ব্যথা পায় বলে তিনি নিশ্চিত করেছেন। পড়ে উদ্ধারকার এসে গাড়িটিকে উদ্ধার করে।