নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ
জিনজিরা তাওয়াপট্টি ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ী মালিক সমিতির ২০২৩-২০২৭ই সালের নির্বাচন সম্পন্ন হয়েয়েছে। গত ৩০ জানুয়ারি সাধারণ সভা শেষে উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে সমিতির নতুন কমিটি গঠিত হয়। সভায় প্রায় তিন যুগের (৩৬বছরের) সফল সভাপতি আকতার জেলানী খোকনকে পুনরায় সভাপতি ও হাজী আব্দুল মোতালেবকে সাধারণ সম্পাদক করে আগামী ৫ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ডিসেম্বর-২০২২ইং-এ সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হলে পুনরায় নতুন কমিটি গঠন করার জন্য নির্বাচন আহবান করা হয় । কিš‘ কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে এ নয়া কমিটি ঘোষনা করা হয়। সমিতির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি হাজী আলী আহম্মদ খান,হাজী জাকির হোসেন, হাজী আয়নাল হক, যগ্ন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মাহমুদ, মো.আলী আকবর,আঃ রশিদ মিয়া, হাজী জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সহ-কোষাধ্যক্ষ হাজী আবদুর রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মো. আসাদ হোসেন,মো.বাবর সিকদার, দপ্তর সম্পাদক মো.আব্দুল বাতেন খান, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মিনহাজ হোসেন, সহ- ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আরিফুর রহমান চঞ্চল ও প্রচার সম্পাদক মো.আতাউর রহমান মিন্টু। উল্লেখ্য সভাপতি মো.আকতার জেলানী খোকন এ সমিতির জন্য যেন এক জীবন্ত কিংবদন্তী । সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে টানা ৩৬ বছর যাবৎ তিনি একটানা সভাপতি নির্বাচিত হয়ে আসছেন। এ যেন এক ইতিহাস। জানাযায়, আকতার জেলানী খোকন তার সততা-দক্ষতা ও পরিচালনায় বিশেষ নৈপুণ্যতার কারনেই সমিতির সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দের অন্তরের মনিকোঠায় নিজেকে স্থান করে নিতে পেরেছেন বলেই একই পদে তিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন।