নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে প্রতিবছর তামাকের কারনে ১ লাখ ২৬ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটে। এছাড়া ১৫ লক্ষাধিক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন। পরোক্ষ ধূমপানের কারণে ৬১ হাজার শিশু নানা রোগে ভোগেন। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে গত সোমবার এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেস বাংলাদেশ (এএফআইবি) এর উদ্যেগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানব বন্ধনে নেতৃবৃন্দ এ তথ্য তুলে ধরেন। তারা তামাকজনিত কারনে অকাল মৃত্যু ও পরোক্ষ ধূমপানের হাত থেকে বাঁচতে তামাকের উপর উচ্চহারে করারোপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি”। এ শ্লোগানকে সামনে রেখে উক্ত মানব বন্ধনে এএফআইবি জোটভুক্ত সংগঠনসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন এএফআইবি’র নির্বাহী সচিব-২ এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্ব-জীব সোসাইটি’র চেয়ারম্যান মো.আইনুল হক, জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস্ এন্ডওয়েলফেয়ার এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, অসিত রঞ্জন মজুমদার ও নুরুল আমিন খান, গ্রাসরুট পিপলস্ এওয়ারনেস ফর ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রতœা সিনহা ও মিরা মালাকার, স্বচ্ছ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুমন শেখসহ প্রমূখ ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বছরের প্রতিপাদ্য অনুযায়ী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে তামাক সেবীদের তামাক পরিহারের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানান।
Related Posts
Add A Comment