তালতলী, বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কাওসার হোসেন ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে জেলেদের ২০ দিন করে কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো- মিজানুর (৪০), মো.আলম (৪০),আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. হায়দার (৩৫), মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ (৪৫)। জানা গেছে, রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ৪টার দিকে বঙ্গোপসাগরেরনিশানবাড়িয়া-সোনাকাটা মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন ১৪ জন জেলে। খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কোস্টগার্ড ও তালতলী নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার মিটার জাল, তিনটি ফিশিংবোট ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।