তালতলী, বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো.সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৫) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ। এ সময় ডাকাতের কামড়ে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১২জানুয়ারি) রাতে উপজেলার শারিক খালি ইউনিয়নের বাদুরগাছা গ্রামের শ^শুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।
তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামে শশুর বাড়িতে আত্মগোপনে রয়েছেন। এসআই মো.কামাল হোসেনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স এএসআই মো.রায়হানকে নিয়ে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শশুর আবু বকর ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরো জানা গেছে,ডাকাতের সরদার মো.সিদ্দিকুর রহমান ভুইঁয়া পালানোর সময় এসআই মো.কামাল হোসেনের হাতে কামড় দিয়ে আঙ্গুল ছিড়ে ফেলে।
এ সময় সঙ্গীয় ফোর্স এএসআই মো.রায়হানের উপর আর্তকিত হামলা চালানোর সময় আহত হয়।আহত এসআই কামালকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে।