মো.মিজানুর রহমান নাদিম, তালতলী, বরগুনা
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া জয়ালভাঙা গ্রামের পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ৭টি গ্রাম। বেড়িবাঁধ ভেঙে মাছের ঘেরসহ কয়েক’শ পরিবার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে,পায়রা নদীতে স্বাভাবিক পানির চেয়ে জোয়ারের তিন থেকে চার ফুট পানি বৃদ্ধির ফলে বেড়িবাঁধ ভেঙে যায়।সামান্য মাটি দিয়ে বেড়বাঁধ তৈরি করে ছিল পাউবো’র কর্মকর্তারা।বেড়িবাঁধ ভেঙে পানি প্রবাভিত হওয়ায় শত শত মানুষ বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়েছে।প্লাবিত হওয়া এলাকার মানুষের রান্নাবান্না হয়নি আজ।কেউ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। স্থানীয়দের অভিযোগ,তেতুলবাড়িয়া এলাকার পাউবোর বেড়িবাঁধের ১০০মিটার এলাকা ভেঙে গেছে।বেড়িবাঁধ টেকসহ করার গাফলতি রয়েছে পাউবোর কর্মকর্তাদের।পানি উন্নয়ন বোর্ডের অস্থায়ী রিং বেড়িবাঁধ অমাবস্যার জোয়ারের প্রবল স্রোতের ধাক্কায় ভেঙে যায়।টেকসহ বেড়িবাঁধের উদ্যোগ নেই কর্তৃপক্ষদের।তাই দ্রæত সংস্কারের দাবি জানিয়েছেন এসব গ্রামের লোকজন। পায়রা নদীর পাড়ের বাসিন্দা মো.জব্বার হোসেন বলেন,টেকসহ বেড়িবাঁধ না দেওয়ায় প্রতিবছর জোয়ারের প্রবল স্রোতের ফলে বেড়িবাঁধ ভেঙে গেছে আমার মাছের ঘের ও কৃষি জমি তলিয়ে যাওয়ায় প্রায় তিনলক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হবো। নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব কামরুজ্জামান বাচ্চু বলেন,বেড়িবাঁধ গত দুই বছর আগে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে।অতি দ্রæত টেন্ডার নিয়ে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পনি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ জানান, বিকল্প বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে এখানে সি আই পি প্রকল্পের ফেস-২ এর সার্ভে কাজ চলমান আছে। দ্রæত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর জানান, পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রæত বেড়িবাঁধ মেরামতের জন্য পনি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।