তালতলীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান, বরগুনাঃ

বরগুনার তালতলী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। আজ মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) বেলা ১১টার দিকে উপজেলার তালতলী বাজার এলাকায় বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক ও সি. যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহিদুল হকের নেতৃত্বে নেতাকর্মীরা ফরাজী মেডিকেলের সামনে মানববন্ধনে অংশ নিচ্ছিলেন। ঠিক তখনই উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক ও ব্যাবসায়ী সমিতির সভাপতি  মাহবুবুল আলম মামুন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে মানববন্ধনস্থলে হাজির হন এবং স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হন। আহতদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নৌবাহিনী ও তালতলী থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষ চলাকালে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়, পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল, এতে উত্তেজনা বাড়ে। আমরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

উল্লেখ্য ,রোববার এক আম ব্যবসায়ীকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালতলী বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মাহবুবুল আলম মামুন। তারই প্রতিবাদে আজ মানববন্ধনের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকপন্থী নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement